alexa

Carrer tips

সূত্র - জাগোনিউজ,

যেভাবে প্রতিবন্ধকতা জয় করছেন কানিজ ফাতেমা

যেভাবে প্রতিবন্ধকতা জয় করছেন কানিজ ফাতেমা
কানিজ ফাতেমা

ন-তে ‘নারী’, ন-তে ‘না’। নারীকে থামিয়ে রাখা যাবে না। আর তাই তো কখনো মাঠে নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, কখনো বা অফিসে বসে মানুষের কষ্ট লাঘবে দিন-রাত সমানতালে কাজ করে যাওয়া। ‘নারী এখন আর ঘরের বোঝা নয়’- কথাটি প্রমাণেই নারীরা এগিয়ে চলেছে অদম্য গতিতে। তেমনই একজন অদম্য নারী কানিজ ফাতেমা। ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ সফল এ নারী কর্মকর্তাকে নিয়ে লিখেছেন রিফাত কান্তি সেন-

দেশের সব সেক্টরেই নারীদের এখন জয়জয়কার। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধীদলীয় নেত্রী এমনকি দেশের বৃহত্তর সেক্টরগুলোতে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাচ্ছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

যাকে নিয়ে কথা: যে শিশু ১৯৮৫ সালে নওগা জেলার পত্নীতলার নজিপুর গ্রামে আবদুল করিম ও সেলিনা বেগম দম্পতির ঘর আলোকিত করেন; তিনিই বর্তমান কানিজ ফাতেমা। দুই ভাই-তিন বোনের সংসারে হাসি-ঠাট্টা আর আনন্দ নিয়েই বেড়ে উঠেছেন তিনি। দুরন্তপনা আর ঘোরাঘুরিতে কেটেছে তার বেলা। পাশাপাশি পড়ালেখার প্রতিও ছিল প্রচণ্ড টান। গ্রামের পরিবেশেই কেটেছে বাল্যকাল।